আজ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ জাহিদ হোসে, দিনাজপুর প্রতিনিধি ॥ ৩ জুলাই সোমবার উত্তরণ সাংষ্কৃতিক গোষ্ঠী দিনাজপুর এর আয়োজনে এবং বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের অর্থায়নে আউট সোসিং এর মাধ্যমে আয়ের উৎস তৈরি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উত্তরণ সাংস্কৃতিক গোষ্ঠী দিনাজপুরের সভাপতি সাবেক পাঁচবাড়ী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সুবীর কুমার সেন এর সভাপতিত্বে সম্মানিত প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শহর সমাজসেবা কার্যালয়ের শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান। উপস্থিত অংশগ্রহনকারী ৩০জন শিক্ষিত বেকার ছাত্র-ছাত্রীদের মাঝে ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপম্যান্টসহ বিভিন্ন কোর্সের উপর বিভিন্ন প্রশিক্ষণ বিষয়ক কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট দিনাজপুরের জুনিয়ন ইনিস্ট্রিকটর নূর মোহাম্মদ। বক্তারা উদ্বোধন অনুষ্ঠানে বলেন, আউট সোসিং এর মাধ্যমে বাংলাদেশের যুবকেরা প্রচুর আয় করে সারা বিশে^র যুবকদের সাথে প্রতিযোগিতা করছে। সময় নষ্ট না করে বা চাকুরীর চেষ্টা না করে এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে তোমরাও নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলতে পারো।