আজ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।
দিনাজপুর সদর উপজেলার শীর্ষ মাদক চোরাকারবারি ফেন্সি আনারুল বিপুলকে ফেন্সিডিল, ফেন্সিগ্রিল ও বিদেশীমদ সহ র্যাব-১৩’র হাতে গ্রেফতার হয়েছেন
র্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মিডিয়া ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত রবিবার ৩ জুন প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,
র্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ দিনাজপুরের একটি চৌকশ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২ জুলাই দিবাগত রাতে দিনাজপুর সদর উপজেলা কোতয়ালী থানার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের (স্কুলপাড়া) ঘুঘুডাঙ্গা গ্রামের জনৈক মাহাবুর রহমানের অব্যবহৃত ইটের তৈরী টিনের ছাউনি দেয়া একটি বাড়িতে অভিযান চালায়।
এ সময় ৫৫২ বোতল ফেন্সিগ্রিল, ২৫ বোতল ফেন্সিডিল ও ৩ বোতল বিদেশী মদসহ দিনাজপুরের একজন শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
মাদক কারবারি দিনাজপুর সদার উপজেলার কোতয়ালি থানাধীন স্কুলপাড়া ঘুঘুডাঙ্গা গ্রামের মোফাজ্জল হোসেন এর ছেলে আনারুল ইসলাম(২২)।
গ্রেফতারকৃত শীর্ষ মাদক চোরাকারবারি আনারুল ইসলাম দিনাজপুরের মাদক সিন্ডিকেটের মধ্যে অন্যতম।
সে দীর্ঘদিন যাবৎ ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন কৌশলে আমদানী নিষিদ্ধ সর্বনাশা মাদক ফেন্সিডিল, ফেন্সিগ্রিল,বিদেশী মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলো। আসামী বিভিন্ন পরিত্যক্ত বা অব্যবহৃত বাসা-বাড়িকে ব্যবহার করে প্রশাসনসহ স্থানীয় লোকজনের চোখের আড়ালে অবৈধ মাদকদ্রব্য মজুদ করে ব্যবসা করে আসছিলেন!
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত শীর্ষ মাদক ব্যবসায়ী ফেন্সি আনারুল পার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকা হতে
ফেন্সিডিল, ফেন্সিগ্রিল সহ বিদেশী মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানের মাদক চোরাকারবারিদের কাছে বিক্রি করে আসছে মর্মে স্বীকার করে। আসামীর বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।