আজ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
রাশেদুল ইসলাম নোয়াখালী
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ঢাকাগামী ফারহান ৩ নামক একটি লঞ্চের তলা ফেটে ডুবে যাওয়ার উপক্রম দেখা দেয়। লঞ্চের তলা ফেটে পানি উঠতে থাকলে ট্রলার দিয়ে যাত্রীদের উদ্ধার করা হয়। পরে লঞ্চটি দ্রুত সময়ে পাশের একটি চরে নিয়ে যাওয়া হয়।
বুধবার (৫ জুলাই ) দুপুর বারোটার দিকে নদী ভাঙ্গনরোধের ব্লকের সাথে জাহাজের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে , বুধবার সাড়ে বারোটার দিকে হাতিয়ার তমরুদ্দি ঘাট থেকে ওই লঞ্চটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা দেওয়ার কথা । ওই সময় লঞ্চে হাতিয়ার এমপি আয়েশা ফেরদাউস ও যাত্রী হিসেবে ওঠার কথা।
কিন্তু লঞ্চটি নদী ভাঙ্গন রোধের ব্লকে সাথে ধাক্কা লেগে লঞ্চের সামনের দিকে তলা ফেটে যায়। মূহুর্তেই পানি উঠে ডুবে যেতে থাকে লঞ্চ। অবস্থা বেগতিক দেখে কিছু যাত্রী লঞ্চ থেকে নেমে আসেন এবং কিছু আটকা পড়ে যায়
ফারহান লঞ্চের ম্যানেজার হাজী মোহাম্মাদ ফারুক খান দাবি করেন, লঞ্চের তেমন মারাত্মক ক্ষতি হয়নি, যাত্রীদেরও কোন ক্ষয়ক্ষতি হয় নাই। তারা নিরাপদে লঞ্চ থেকে নেমে গেছেন। পাশের একটি চরে লঞ্চটি মেরামত করা হচ্ছে, মেরামত শেষ হলে লঞ্চটি ঢাকার উদ্দেশ্য রওনা করবে।