আজ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ মনির হোসেন ঝালকাঠি: ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতির মৃত্যু হয়েছে।
হাজতি ফরিদপুর জেলার মৌলভীবাজার এলাকার মৃত নুর ইসলাম ব্যাপারীর ছেলে মোঃ রফিকুল ইসলাম বিপ্লব হাজতি নং ২০৫/২৩।
শনিবার সকাল ৭টার দিকে কারাগারে বুকে ব্যথা অনুভব করলে কারা অভ্যন্তরের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
অবস্থার উন্নতি না হওয়ায় সহকারী সার্জনের পরামর্শ মোতাবেক দ্রুত কারাগারের পিক আপ যোগে ঝালকাঠি সদর হাসপাতে জরুরী বিভাগে প্রেরণ করা হয় বিশেষজ্ঞ চিকিৎসক বন্দিকে ভর্তিরত অবস্থায় অভজারভেশনে রেখে পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা প্রদান করেন। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯ টার দিকে কর্তব্যরত চিকিৎসক বন্দীকে মৃত ঘোষনা করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।
নিহত রফিকুল ইসলাম বিপ্লব এর নামে ২০২৩ সালের ২৪শে ফেব্রুয়ারি ঝালকাঠি থানায় মামলা নম্বর ২০ জি আর ৪৩/২৩ ধারা ৩৯৯/৪০২ দ:বি: মামলা দায়ের করা হয়েছে ।সেই থেকে ঝালকাঠি কারাগারে রয়েছেন।