আজ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃতারিকুল ইসলাম
মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার হাসাড়া ইউনিয়নে আলমপুরে আহছানীয়া হেনা আহমেদ মনোযত্ন কেন্দ্রের শুভ উদ্ধোধন করা হয়েছে।
৮জুলাই শনিবার বেলা ১১টার সময় আহছানীয়া হেনা আহমেদ মনোযত্ন কেন্দ্রের প্রাঙ্গণে ঢাকা আহছানীয়া মিশনের সভাপতি কাজী রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এই কেন্দ্রের শুভ উদ্ধোধন করা হয়।
শুভ উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী,এমপি আসাদুজ্জামান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহা-পরিচালক আবদুল ওয়াহাব ভূঞা,ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম,মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল,মুন্সীগঞ্জ বিপিএম,পিপিএম,পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-মামুন,অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেবনাথ।
আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার,শ্রীনগর সার্কেল মোঃ তোফায়েল হোসেন সরকার,শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী,শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম,হাসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান খান প্রমূখ।