আজ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি:- গত ০৮/০৭/২০২৩খ্রি. তারিখ রাত ২৩.৩০ ঘটিকার সময় অফিসার ইনচার্জ প্রিটন সরকার এর পটিয়া থানার দিক নির্দেশনায় পটিয়া থানার এসআই (নিঃ) মোঃ জাকির হোসেন সঙ্গীয় অফিসার সহ থানা এলাকায় মাদক উদ্ধার ও পরোয়ানা তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানাধীন ১৩নং দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ৭নং ওয়ার্ড এর পূর্ব ডেঙ্গা পাড়া সাকিনস্থ আসামী মনিরুল হাসান চৌধুরী প্রকাশ রোকন এর বসত ঘরের দক্ষিণ পাশ সংলগ্ন মুরগীর ফার্মের ভিতরে খাটের নিচে অভিযান পরিচালনা করে মোঃ মনিরুল হাসান চৌধুরী প্রকাশ রোকন (২৮), পিতা-মৃত রফিক আহম্মদ, মাতা-হালিমা বেগম, সাং-পূর্ব ডেঙ্গা পাড়া, ওয়ার্ড নং-০৭, দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করত তার দখল হতে ১৩১ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। উক্ত সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে ধৃত আসামীকে পুলিশ প্রহরায় জেল হাজতে প্রেরণ করা হয়। পটিয়া থানার প্রেস বিজ্ঞপ্তিতে সুএে জানা যায়।