আজ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
চট্টগ্রাম প্রতিনিধি,
অদ্য-০৮/০৭/২০২৩ ইং তারিখ সন্ধ্যা অনুমান ১৯.৫৫ ঘটিকার সময় কুমিল্লা রিজিয়নের জোরারগঞ্জ হাইওয়ে থানায় কর্মরত এসআই(নিঃ)/ কামরুল আলম সঙ্গী ফোর্সসহ জোরারগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে নাহার এগ্রো’র সামনে গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেটকার রেজিঃ ঢাকা মেট্রো-গ-১১-৯৭০৫ গাড়ীতে থাকা আসামী ১। আরিফ হোসেন ওরফে বাবু(২২), পিতা- হারুনুর রশিদ , মাতা- হাসিনা বেগম, ২ । মোঃ সুমন(১৯) , পিতা- আবুল বাশার, মাতা- আমেনা বেগম, উভয় সাঃ- হোসেনপুর, থানা- লক্ষ্মীপুর সদর জেলা- লক্ষ্মীপুর’দ্বয়ের নিকট থাকা ০১টি বস্তায় ০৫ টি প্যাকেটে ১.৮ কেজি করে মোট ৯ কেজি গাঁজা আসামিদ্বয় এর নিকট থেকে উদ্ধার করা হয়।
ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।