আজ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
কলারোয়ায় থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী সহ আটক-৭
জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়ায় পুলিশি অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারি ৬ ব্যক্তি সহ ৭ জনকে আটক করা হয়েছে। থানা পুলিশ জানায়, সোমবার (১০জুলাই) ভোর রাত থেকে থানা পুলিশের কয়েকটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। পৃথক অভিযানকালে পৌর সদরের গদখালী গ্রামের পিতা-মৃত ফজলুল হক (ড্রাইভার) এর ছেলে মহাসিন গাজী (৩৫) ও সদর উপজেলার পুরাতন সাতক্ষীরা (ঘোষপাড়া) আবু মোসলেম এর ছেলে আব্দুর রহমান (৫৫) কে ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। অপর অভিযানে ৪শ’ গ্রাম গাঁজা সহ উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের কাশেম কারিগরের স্ত্রী আনোয়ারা খাতুন (৫০), হরিনা-গোয়ালচাতর গ্রামের নজরুল ইসলাম মুন্সির ছেলে সাইফুল ইসলাম ময়না (২৮), গোবিন্দকাটি গ্রামের মনিরুল ইসলামের ছেলে ইমামুল (২২) ও একই গ্রামের মৃত: শাহাজানের ছেলে সাইদুল ইসলাম (২৩) কে আটক করা হয়। অপর এক অভিযানে ওয়ারেন্টভূক্ত আসামী কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের শফিউদ্দীনের ছেলে জামাল উদ্দীনকে (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। সদ্য খুলনা রেঞ্জের শ্রেষ্টত্ব¡ অর্জনকারি থানার অফিসার ইনচার্জ মোহা: মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সোমবার সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা করতে মাদক বিরোধী অভিযান সহ সকল অপরাধ দমনে পুলিশ সদস্যদের তৎপরতা অব্যাহত থাকবে।