আজ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি।।
আলীকদমে ১৭০ পিস ইয়াবাসহ দুইজন আটক। সূত্রে প্রকাশ গোপন সংবাদের ভিত্তিতে ২১ জুলাই রাত ১০টায় একটি মোটর সাইকেল থামিয়ে তিনজনকে তল্লাশি করেন সেনা সদস্যরা।
এ সময় তাদের কাছ থেকে ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মোটর সাইকেলে ৩ জনের মধ্যে একজন সটকে পড়ে। বাকিদেরকে মধ্যরাতে পুলিশে সোপর্দ করেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে ২২ জুলাই কোর্টে চালান করা হয়।
জানাযায়, আলীকদম নয়াপাড়া হতে তিন জন মাদক ব্যবসায়ী মটর সাইকেল করে ইয়াবার একটি চালান নিয়ে লামা উপজেলার উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে সেনা পোস্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়। পরে ক্যান্টিন চেকপোস্টের সামনে দিয়ে মটর সাইকেল নিয়ে যাওয়া সময় কর্তব্যরত ডিউটিরতরা মটর সাইকেলটি দাঁড় করায়। সূত্র জানায়, তল্লাশি কালে ঘটনাস্থল থেকে একজন আসামি পালিয়ে যায় পরে দুই জন আসামি ও একটি মটর সাইকেল এবং ১৭০ পিচ ইয়াবাসহ আটক করেন। ধৃতরা হলো; মোঃ রাসেল হোসেন রাকিব,মোঃ শহিদ উদ্দিন(৩০)। অপরজন মোঃ সাগর হোসেন(২৫) পালিয়ে যায়।জব্দকৃত মালামালের তালিকায় রয়েছে, ইয়াবা-১৭১ পিস, মোবাইল ফোন-১টি,
নগদ ৩১৪ টাকা,মানি ব্যাগ-১টি, হাত ঘরি-১টি,
মটর সাইকেল-১টি,সিম কার্ড-১টি, গ্যাস লাইট-১টি ও চাবি-২টি। এ বিষয়ে আলীকদম থানার পুলিশ সত্যতা নিশ্চিত করেছেন।