আজ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সীতাকুণ্ড প্রতিনিধিঃ
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় সীতাকুণ্ডের একই পরিবারের দুই সদস্য নিহত হয়েছে।
শুক্রবার (২১ জুলাই) সকালে কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সীতাকুণ্ড উপজেলার ২নং বারৈয়ারঢালা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বহরপুর গ্রামের বড় বাড়ীর জুনাব আলী প্রকাশ খোকন ড্রাইভারের পুত্র আজিজুল হক লিটন (৩১) ও রবিউল হক রাজু (২৩)। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ছোট ভাই মোহাম্মদ টিটুকে ওমানে যাওয়ার জন্যে বৃহস্পতিবার রাতে ঢাকা বিমান বন্দরে বিদায় দিয়ে কাভার্ডভ্যান চালিয়ে বড় ভাই আজিজুল হক অপর ছোট ভাই রবিউল হকসহ সীতাকুণ্ডের নিজ বাড়ী ফেরার পথে শুক্রবার সকালে কুমিল্লার কুটুম্বপুর এলাকায় আরেকটি দাঁড়ানো কাভার্ডভ্যানের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলে দুইভাই নিহত হন। এব্যাপারে
কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়েদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে দুই ভাইয়ের একসাথে মৃত্যুর ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।