আজ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি।
মাদক ব্যবসায়ের সাথে জড়িত আবুল কালাম শেখ (৩২) ও সিরাজুল ইসলাম ওরফে সাহেব আলী (৩৫) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে নড়াইল ডিবি পুলিশ। গ্রেফতারকৃত আবুল কালাম কালিয়া থানার কলিমন গ্রামের মৃত লায়েক হোসেনের ছেলে এবং সিরাজুল ইসলাম একই গ্রামের মৃত সৈয়দ আহম্মদ মোল্যার ছেলে। ২৪ জুলাই রাতে কালিয়া থানাধীন কলিমন গ্রাম থেকে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ পরিদর্শক জনাব সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ১৪০ (একশত চল্লিশ) পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।