আজ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে প্রতারণা চক্রের মূলহোতা এবং চারটি প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী শোয়াইব’কে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৭ জানতে পারে যে, চট্টগ্রাম কক্সবাজার এলাকার শীর্ষ প্রতারক ও প্রতারক চক্রের মূল হোতা এবং চারটি প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পরোয়ানা ভুক্ত পলাতক আসামী মোঃ শোয়ইব আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে গ্রেফতার এড়াতে সীতাকুণ্ড থানাধীন মাদামবিবির হাট এলাকায় ছদ্মবেশে আত্মগোপন করে আছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত শনিবার (২২ জুলাই) র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক টিম ঐ এলাকায় অভিযান পরিচালনা করে কক্সবাজার জেলার পেকুয়া থানার জালিয়াখালী গ্রামের মোঃ জহিরুল হকের পুত্র মোঃ শোয়াইব (৩১) কে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে চারটি প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী বলে স্বীকার করে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার পর থেকেই আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে নাম ও ঠিকানা পরিবর্তন করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিলো বলে অকপটে স্বীকার করে।
উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনায় আটককৃত আসামী মোঃ শোয়াইব এর বিরুদ্ধে প্রতারণা সংক্রান্তে এনআই এ্যাক্ট এর সিআর মামলা ঢাকা জেলায় ২ টি ও কক্সবাজার জেলায় ২ টি মামলাসহ সর্বমোট ৪ টি প্রতারণা মামলার তথ্য পাওয়া যায়, যার একটি তে ৬ মাসের সাজাও রয়েছে। এব্যাপারে র্যাব-৭, চট্টগ্রাম এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া নূরুল আবছার জানান, প্রতারণা চক্রের মূলহোতা চারটি প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামীকে আটক করা হয়েছে। আটককৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।