আজ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে আসামী বাহী পুলিশের ভাড়াকৃত বাসের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ নয় জন আহত হয়েছে। সোমবার (২৪ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাটস্থ পুলিশ বক্সের নিকটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে বারোআউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর জানান, চট্টগ্রাম কারাগার থেকে ২৩ জন আসামী নিয়ে পুলিশের একটি বাস ১৫ জন পুলিশসহ ঢাকার গাজীপুর কারাগারে যাওয়ার পথে ফৌজদারহাট পুলিশ বক্সের নিকটে বাসের সঙ্গে একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে তিন পুলিশ সদস্যসহ নয় জন আহত হয়। তাদের সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।