আজ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি”
খুলনার পাইকগাছায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যোষ্ঠ পুত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান পালিত হয়েছে।
শনিবার সকালে পৌর সদরের আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমীরন কুমার সাধুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আ’লীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত।
পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবুউদ্দীন ফিরোজ বুলু, সহকারী অধ্যাপক ও কৃষক লীগের সদস্য সচিব ময়নুল ইসলাম, লস্কর ইউপি চেয়ারম্যান কে আরিফুজ্জামান তুহিন, লতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্মল চন্দ্র বৈদ্য, এস এম রেজাউল হক, এস এম শামসুর রহমান, সাংবাদিক ও আওয়ামীলীগ নেতা সেহেন্দু বিকাশ, গৌরাঙ্গ মন্ডল, জগদীশ রায়, মোঃ মিজানুর রহমান মিজান, এম এম আজিজুল হাকিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তী, সাধারণ সম্পাদক ফাইমিন সরদার, দীপক কুমার মন্ডল, আকরামুল ইসলাম, শেখ জুলি, নাজমা কামাল, ইউপি সদস্য এসনেয়ারা, মাজহারুল ইসলাম মিথুনসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্রলীগের আহবায়ক শেখ জিয়াউর রহমান।