আজ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
ইমাম হাসান জুয়েল ,চাঁপাইনবাবগঞ্জ:
সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ২০ আগস্ট ২০২৩ ইং তারিখ ১০:০০ ও ১১:৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনববাগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন রানীহাটি বাজার পরি মাকের্টের (মাছ পট্টির উত্তরে) আশা জুয়েলার্সের সামনে ধৃত আসামী হেলাল উদ্দিন কাটুর পরিত্যাক্ত পোল্ট্রি দোকান ঘরে এবং চাঁপাইনববাগঞ্জ জেলার সদর থানাধীন রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাটের দিহির মাঠ গ্রামস্থ জনৈক নুরুল মেম্বারের বাড়ীর পূর্ব পার্শ্বে অভিযান পরিচালনা করে মাদক বিক্রয়ের অপরাধে আসামী মোঃ হেলাল উদ্দিন কাটু (৩৫), পিতা-মৃত মঞ্জুর আলী, মাতা-মোছাঃ হেনা বেগম, মোঃ নুহু (৩৫), পিতা-মৃত মকবুল হোসেন, মাতা-মৃত জরিনা বেগম, উভয় সাং-ঢোরবোনা, মোঃ আবুল খায়ের মীম (৩৫), পিতা-মৃত মনিরুল ইসলাম, মাতা-মোছাঃ পিয়ারা বেগম, সাং-হরিনগর, সর্ব থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জদেরকে গাঁজা-১০ পুড়িয়া গাঁজা সেবনের কল্কি- ১টিসহ এবং মোঃ নাসির (৪৯) (মূলহোতা), পিতা-মৃত আসাদ মন্ডল, মাতা-মৃত ছকিনা বেগম, সাং-মহারাজপুর চৌধুরী টোলা, মোঃ মতিন (৩৭), পিতা-মৃত ইউসুফ, মাতা-মোছাঃ মিনুয়ারা বেগম, সাং রামচন্দ্রপুর হাট ম্যালবার পাড়া, মোঃ নাসরুল (৩৮), পিতা-মৃত বিশু মন্ডল, মাতা-মোছাঃ শাহজাদী বেগম, সাং-রামচন্দ্রপুর হাট পুরান পাড়া, মোঃ আনোয়ারুল ইসলাম (৪৩), পিতা-মৃত মঞ্জুর আলী, মাতা-মোছাঃ হামেশা খাতুন, সাং-কৃষ্ণগোবিন্দপুর কামার পাড়া, সর্ব থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জদেরকে হেরোইন- ৮ পুড়িয়া হেরোইন সেবনের আংতা-২টি সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা এলাকার কুখ্যাত খুচরা মাদক ব্যবসায়ী সিন্ডিকেট। উল্লেখিত এলাকায় মাদক বিক্রয় সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হেরোইন এবং গাঁজা ক্রয়/বিক্রয়ের সময় হাতেনাতে আসামীদের গ্রেফতার করা হয়।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর ও শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।