আজ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশীয় তৈরী একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ সহ এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২আগস্ট) রাত ১০টার দিকে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদের সার্বিক দিকনিদের্শনায় উপজেলার বড় কুমিরাস্থ মাজার রোডের কুমিরা -জোড়আমতল রোডস্থ কুমিরা মাজার রাস্থার মাথায় দিদার সওদাগর এর চা দোকানের সামনে রাস্থার উপর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে অস্ত্রধারী এক সন্ত্রাসীকে দেশীয় তৈরী একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্তুজসহ আটক করেছে পুলিশ। আটককৃত আসামী হলেন, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল পেশকারপাড়া এলাকার আহম্মদের পুত্র ইকবাল হোসেন প্রকাশ বাংলা (৩২)। এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ বলেন, বড় কুমিরা থেকে দেশীয় অস্ত্র সহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। উদ্ধার পরবর্তীতে উক্ত বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার মামলা নং-৩৫, তাং-২২/০৮/২৩ইং, ধারা-অস্ত্র আইনের ১৮৭৮ এর ১৯(এ)/১৯(এফ) দায়ের করা হয় এবং আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। উল্লেখ্য যে, আটককৃত আসামীর বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানার মামলা নং-০২ তাং-০২/০৪/২২ইং,ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড, সীতাকুণ্ড মডেল থানার মামলা নং-০৮,তাং-০৭/১১/১৮ইং, ধারা-অস্ত্র আইনের ১৮৭৮ এর ১৯(এ)/১৯(এফ) দায়ের করা হয়। সীতাকুণ্ড মডেল থানার মামলা নং-০৪, তাং-২৯/১০/১০ইং,ধারা-৩৭৯/৪১১ পেনাল কোডসহ আরও তিনটি মামলা রয়েছে।