আজ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নস্থ বনরেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর যাত্রীবাহী মোটর সাইকেলে তল্লাশী চালিয়ে ১৮ হাজার ইয়াবাসহ ১ পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ।উদ্বারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫৫ লাখ টাকা।
গতকাল ২৩ আগস্ট সকাল আনুমাণিক ১১ টায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই মাহফুজুর রহমান। আটককৃত পাচারকারীর নাম ইমরান খাঁন(২৯)।
সে কক্সবাজার জেলার সদর থানার
৮নং ওয়ার্ড বৈদ্যরঘোনা, জোরখাম্বা এলাকার নাছির খাঁন এর পুত্র।বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম।
তিনি জানান, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ বিপিএম মহোদয় এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থান থেকে এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া থানা পুলিশের একটি টীম অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ ১ পাচাকারীকে আটক করা হয়েছে। ওই সময় মাদক পাচারকাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।আটককৃত ব্যাক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।