আজ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
উখিয়া প্রতিনিধি মোঃজাহাঙ্গীর আলম
৩০বিজিব রামু ব্যাটালিয়ন কক্সবাজারের
উখিয়া থানাধীন জালিয়া পালং মোহাম্মদ শফির বিল মেইন ড্রাইভ রোড ইমামের ডেইল অস্থায়ী বিজিবি চেকপোস্টে প্রতিদিনের ন্যায়ে চেকপোস্টের সামনে আসা একটি যাত্রীবাহী গাড়ী তল্লাশি চালিয়ে সন্দেহ ভাজন মোঃফয়েজ নামের এক ব্যাক্তিকে বড়ি চেক করে মিলে ২০০০ হাজার পিস ইয়াবা ও ১টি বাটন ফোনসহ আটক করেছে ৩০ বিজিবি অস্থায়ী চেকপোস্ট ইমামের ডেইল মেইন ড্রাইভ উখিয়া কক্সবাজার।
আটক আসামী হলেন মোঃ ফয়েজ (২০),পিতা-কাজী আব্দুর শুকুর, মাতা-মোছাঃ আমেনা খাতুন, সাং-চকবাজার মৌলভী পাড়া, ডাক-বটতলী, থানা-টেকনাফ,জেলা-কক্সবাজার।
আটককৃত আসামীকে
জিজ্ঞাসাবাদে সে উপরে উল্লেখিত নাম-ঠিকানা প্রকাশ করে। গ্রেফতারকৃত আসামী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পার্শ্ববর্তী দেশ মায়ানমার সীমান্ত হতে স্বল্প মূল্যে ক্রয় করিয়া রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজার শহরের বিভিন্ন
এলাকায় অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়াছে বলিয়া স্বীকার করে। ধৃত আসামী মোঃফয়েজ (২০) অবৈধ মাদকদ্রব্য বার্মিজ ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়া ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারনী ১০ (ক) ধারার শাস্তিযোগ্য অপরাধ করিয়াছে।
কক্সবাজার জেলার অন্তর্গত উখিয়া থানার আওতাধীন ১নং জালিয়াপালং ইউপি ৭নং ওয়ার্ডের দক্ষিন ইমামের ডেইল মেরিন ড্রাইভ সড়ক,, প্রতিদিনের ন্যায়ে টেকনাফ থেকে আসা কক্সবাজারগামী যাত্রীবাহী গাড়ী যাত্রীদের তল্লাশী করলে তল্লাণীর এক পর্যায়ে ২৭/০৮/২০২৩ইং তারিখ সকাল ১০.০০ঘটিকার সময় যাত্রীবাহী একটি রেন্ট-এ কার চেকপোষ্টের সামনে আসিলে উক্ত গাড়ীটিতে থামাইয়া যাত্রীদের
তল্লাশী করাকালীন সময়ে গাড়ীতে থাকা যাত্রীদের মধ্যে ০১ (এক) জন ব্যক্তিকে সন্দেহজনক মনে হইলে গাড়ী হইতে নামাইয়া তাকে নিবীড়ভাবে তল্লাশীর এক পর্যায়ে আটককৃত ব্যক্তি নিজেই
স্বীকার করে যে, তাহার নিকট অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট রহিয়াছে এবং সে নিজ হাতে তার পরিহিত প্যান্টের আন্ডারওয়ার ভিতর হইতে কালো কাপড়ের মোড়ানো ১০ (দশ)টি নীল পলিজীপার প্যাকেট, প্রতি প্যাকেটে (২০০x১০) = ২,০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, নীল পলিজিপার প্যাকেট সহ ওজন-১৮০ (একশত আশি) গ্রাম প্রতিটি ইয়াবা ট্যাবলেট অনুমান ৩০০/- টাকা করিয়া সর্বমোট মূল্য(২০০X৩০০) = ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা এবং ০১টি itel বাটন ফোন, মডেল it2171, মূল্যঅনুমান ১,০০০/- (এক হাজার) টাকা উদ্ধার পূর্বক সকাল ১০ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন।
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহিত আলোচনা করিয়া এবং চেকপোষ্ট ডিউটি শেষে থানায় আসিয়া এজাহার দায়ের করিতে বিলম্ব হইল। উল্লেখ্য যে, ধৃত আসামীকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। চিকিৎসা সনদ অত্র এজাহারের সহিত সংযুক্ত আছে।
অতএব,উল্লেখিত ধৃত আসামী মোঃ ফয়েজ (২০) এর বিরুদ্ধে উপরে বর্ণিত ধারায় নিয়মিত মামলা
রুজু করিতে উখিয়া থানায় হস্তান্তর করেন।