আজ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক হুলাইন ছালেহ্-নূর ডিগ্রি কলেজের এডহক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন, পল্লী বিদ্যুৎ সমিতি- চট্টগ্রাম-১ এর সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ইসহাক চৌধুরী এবং সদস্য মনোনীত হয়েছেন. বিশিষ্ট কলামিস্ট ও সাপ্তাহিক ইজতিহাদ পত্রিকার নির্বাহী সম্পাদক মুহাম্মদ মুসা খান, হাবিলাসদ্বীপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক মোঃ আযম খান, অধ্যক্ষ/সচিব মোহাম্মদ তৈয়বুর রহমান। উক্ত এডহক কমিটির কর্মকর্তাদের পটিয়ার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধিত করা হয়।