আজ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।খুলনার পাইকগাছায় শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি বিএনপির করোণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিএনপির অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সহ-সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক। উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শেখ বেনজীর আহমেদ লাল, এসএম ইমদাদুল হক, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, তোহিদুজ্জামান মুকুল, ইমারান সরদার,সাইফুল ইসলাম তারিক, আনারুল কাদির ও মোঃ আনারল ইসলাম। প্রধান অতিথি বলেন,যেকোন মূল্যে আমরা শারদীয় দুর্গাপূজাকে সার্বজনীন করতে আমরা দলীয়ভাবে সনাতনী ধর্মাবলম্বীদের সাথে কাজ করে যাচ্ছি। কোন অপশক্তি অপতৎপরতা বা নাশকতার মত কর্মকান্ড করতে চাইলে তা সর্বশক্তি দিয়ে প্রতিহত করা হবে। ইতোমধ্যে আমরা সকল মন্দিরে কমিটি গঠন করে পাহারা অব্যহত রেখেছি।