আজ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-
সূফি দর্শন গবেষণা পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় আঞ্জুুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরী ও মওলা সুলতানপুরী (ক:) ছাত্র যুব পরিষদের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবারো ১১ দিন ব্যাপী ঐতিহাসিক গাউসুল আজম দস্তগীর (ক:) কনফারেন্স গত ৪ অক্টোবর শুক্রবার পটিয়া হাইদগাঁও সাতগাছিয়া দরবার শরীফ বড় মিঞা মঞ্জিল শাহে মাঠে শুরু হয়েছে। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে উক্ত কনফারেন্সের শুভ উদ্বোধন করেন দরবারের বর্তমান সাজ্জাদানশীন হযরত শাহছুফি মাওলানা শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরী (মা:)। দরবারের নায়েবে সাজ্জাদানশীন ও গাউসুল আজম (ক:) কনফারেন্সের প্রতিষ্ঠাতা মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরীর (মা:) সভাপতিত্বে ১ম দিবসে তকরির পেশ করেন মাওলানা জহিরুল ইসলাম জিহাদী, মাওলানা এনামুল করিম আতিফ আল কাদেরী, মাওলানা হাফেজ মো: ফারুক, মাওলানা জয়নাল আবেদীন নয়ন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবু তৈয়ব, আলহাজ্ব নুরুল ইসলাম নুরু, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, আমান উল্লাহ আমিরী, সরোয়ার উদ্দীন, কানুন উদ্দিন, হারুনুর রশীদ, নাজিম উদ্দীন, আবু নোমান, ইঞ্জিনিয়ার মো: ফারুক, সাকিব উদ্দিন প্রমুখ। আগামী ১৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বাদে মাগরিব হতে শুরু হয়ে একটানা অনুষ্ঠিতব্য উক্ত মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ তকরির পেশ করবেন।