আজ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি “উন্নত জীবন ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য খাদ্যের অধিকার” প্রতিপাদ্য’র আলোকে খুলনার পাইকগাছায় বিশ্ব খাদ্য দিবস-ও জাতীয় ইদুর নিধন দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা প্রশাসন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা পপি রানী রায়, সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজান, আলাউদ্দিন রাজা।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহাজাহান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ (তুহিন) উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, দেবদাস রায়, এসএম মফিজুর রহমান, মোঃ এনামুল হক, মোঃ ইয়াছিন আলী খান, মোঃ আফজাল হোসেন,মোঃ আনোয়ার হোসেন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষানী সহ সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে দেলুটি ইউনিয়নের ১হাজার কৃষকের মাঝে শীতকালীন সবজি বীজ সহ প্রত্যেক কৃষককে ১হাজার করে টাকা প্রদানের উদ্ধোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এবং উপস্থিত অতিথিবৃন্দ।