আজ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
বানভাসি মানুষের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের উপহার নিয়ে (১৫ অক্টোবর) মঙ্গলবার ছাত্রদলের নেতৃবৃন্দ ফুলপুর উপজেলার সদর ইউনিয়নের সরচাপুর, ভাটিপুরা ইউনিয়নের সাউল্যাকান্দা গ্রাম ও পাশ্ববর্তী বন্যাকবলিত অঞ্চলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল এবং তারাকান্দা ও ফুলপুর উপজেলা, পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা একত্রিত হয়ে প্রতি প্যাকেটে ৫ কেজি করে মোট ১০৫ পরিবারে খাদ্য সামগ্রী বাড়িতে বাড়িতে গিয়ে বিতরণ করে আসেন।
দেশের বানভাসি মানুষের জন্য তারেক রহমানের উপহার চলমান একটি উদ্যোগের অংশ হিসেবে ত্রাণসামগ্রী প্রস্তুত করা হয়। এরপর ত্রাণ সামগ্রীগুলো তারাকান্দা থেকে ট্রাকে করে সরচাপুর ঘাটে আনা হয়। এরপর যেসব এলাকায় ত্রাণ একেবারেই পায়নি এমন জায়গায় নৌকায় করে বিতরণের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
টানা ৩-৪ ঘন্টা ধরে বানভাসি মানুষের ঘরে ঘরে ছাত্রদলের কর্মীরা খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে এবং তাদের ক্ষয়-ক্ষতিসহ বিভিন্ন বিষয়ে তাদের দুঃখ-কষ্ট জানতে চেয়েছেন। যেসব নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়, যা স্থানীয় মানুষের জীবনযাপনে তাৎপর্যপূর্ণ সহায়তা প্রদান করেছে বলে উপস্থিত লোকজন জানিয়েছে।
ত্রাণ কার্যক্রম ও বিতরণের ব্যবস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক (ফুলপুর -তারাকান্দার সন্তান) এনামুল হক এনাম।
আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, ফুলপুর পৌর ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক, তারাকান্দা উপজেলা ছাত্রদলের সদস্য মোবারক খানসহ ছাত্রদল বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ত্রাণ কার্যক্রম সম্পর্কে কেন্দ্রীয় ছাত্রদলের যু্গ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনাম বলেন, দেশনায়ক জনাব তারেক রহমান বন্যা কবলিত অঞ্চলে মানুষের দুঃখ লাগবে উপহার হিসেবে কিছু খাদ্য সামগ্রী পাঠিয়েছেন। এটা কোন ত্রাণ নয় বরং আপনাদের বাড়িতে বেড়াতে আসায় কিছু উপহার নিয়ে এসেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন তিনি।