আজ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ মাছুম আহাম্মদ ভুঞা (পিপিএম-সেবা) এর দিক-নির্দেশনায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে অপরাধ নির্মূল ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে প্রতিদিন নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (০২ ডিসেম্বর ২০২২) তারিখ সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৬ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
এরই মাঝে কোতোয়ালী মডেল থানার এসআই (নিঃ) উত্তম কুমার দাস এর নেতৃত্বে একটি টীম ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন কৃষ্টপুর সাকিনস্থ দৌলতমুন্সী বাইলেন জামের মসজিদ সংলগ্ন পাঁকা রাস্তার পাশ হইতে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ নগরীর কৃষ্টপুর দৌলতমুন্সী লেন এর মৃত-হোসেন আলী পুত্র মোঃ কালা খান (৪০)। এ সময় আসামীর নিকট হতে সাদা প্লাষ্টিকের বস্তায় রক্ষিত ০২লিটারের বোতল ০৭টি, ০১ লিটারের বোতল ০৬টি, মোট ১৩টি বোতলে ভর্তি অবস্থায় মোট (১৪+০৬) =২০(বিশ) লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
অন্য দিকে কোতোয়ালী মডেল থানার এসআই (নিঃ) ফারুক আহম্মেদ এর নেতৃত্বে একটি টীম কোতোয়ালী থানা এলাকা হতে ০৪ জন জুয়াড়ীকে গ্রেফতার করে। তাঁরা হলোঃ কোতোয়ালী থানাধীন কেওয়াটখালী এলাকার মৃতঃ আঃ খালেকের পুত্র মোঃ মানিক মিয়া(৩৯), মৃতঃ লক্ষী নারায়ন শ্রেষ্ঠ এর পুত্র অনন্ত নারায়ন শ্রেষ্ঠ (৪৫), মোঃ আঃ রশিদের পুত্র মোঃ জামরুল হোসেন (৪০), মৃতঃ আলাউদ্দিনের পুত্র মোঃ জানে আলম (৪৮)।
গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে নগদ ২২৬০/- (দুই হাজার দুইশত ষাট ) টাকা যাহার মধ্যে ৫০০/- টাকার নোট ০১টি, ২০০/- টাকার নোট- ০১টি, ১০০/-টাকার নোট ১৪টি, ৫০/- টাকার নোট ০২টি, ২০/-টাকার নোট ০২টি, ১০/-টাকার নোট ০২টি এবং জুয়া খেলায় ব্যবহৃত ৫২টি তাস, ব্যবহৃত ০২টি মোমবাতি উদ্ধার করা হয়।
এ ছাড়াও কোতোয়ালী মডেল থানার এসআই (নিঃ) আশিকুল হাসান অভিযান করিয়া থানা এলাকা হতে ০১টি সিআর সাজা বডি তামিল করেন। সে হলোঃ কোতোয়ালী থানাধীন দাপুনিয়ার উজান ঘাগড়া এলাকার মৃতঃ ছিদ্দিক মিয়ার পুত্র মোঃ সোহেল রানা।গ্রেফতারকৃত আসামীদেরকে আজ শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।