আজ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
বিশেষ প্রতিনিধি,
দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভা সম্পন্ন হয়েছে।
শনিবার (২১ জানুয়ারী”২০২৩ইং) সন্ধ্যার দিকে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সাধারন সম্পাদক এহসান সিকদার ও ওমর গনির যৌথ সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরু।
এছাড়াও সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাষ্টার মিয়া মোহাম্মদ ফারুক,প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আযাদ,তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সাইফুল আলম চৌধুরী,সদস্য নুরুল হক,নুরুল আবচার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও সাবেক বিআরডিবি চেয়ারম্যান শাহাবউদ্দীন চৌধুরী,উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি তুষার কান্তি বড়ুয়া,লোহাগাড়া জাতীয় শ্রমিকলীগের সহ সভাপতি মোঃহামিদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসেন মাসুম,ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃহোসেন মানিক,সংরক্ষিত মহিলা ইউ পি সদস্য রেহানা আক্তার,ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সরওয়ার কামাল,মোরশেদ,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসলাম হোসেন আকরাম,ইউনিয়ন ছাত্রলীগ নেতা আরফাত হোসেন,জয়শীল সহ মহিলা আওয়ামীলীগের সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।