আজ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বাঘরী গ্রামের সিকদার বাড়ি জামে মসজিদে ঢাকা থেকে ৪০ দিনের চিল্লায় জুবায়ের পন্থী ১৯ মুসল্লীদের চায়ের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে নগদ ৪১ হাজার ৪৭০ টাকা ও ০৩টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।
গত শনিবার রাতআনুমানিক ১১ টার দিকে ২৪/২৫ বছরের অপরিচিত এক হুজুর ভীষণ বিপদে পড়ে মসজিদে এসেছেন জানিয়ে শুধু রাতটুকু তাদের আশ্রয় প্রার্থনা করে সকালে চলে যাওয়ার ইচ্ছা পোষণ করেন। পরবর্তীতে মুসল্লীরা ঐ হুজুরকে তাদের সাথে থাকার অনুমতি দেয় এবং মুসল্লীদের একাংশ (০৭/০৮) তার সাথে চা পান করে। ধারণা করা হচ্ছে, ঐ হুজুর চায়ের সঙ্গে চেতনানাশক দ্রব্য খাইয়ে অজ্ঞান করে মুসল্লীদের টাকা ও মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।
ঘটনায় গুরুতর অসুস্থ ০৫ জনকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। তবে, অসুস্থ সকলে শঙ্কামুক্ত। রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।