আজ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ জাবেদ আহমেদ জীবন,নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি,
ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার ইব্রাহিম পুর ইউনিয়ন এর জাফর পুর গ্রামের সেন্টু চৌধুরীর ছেলে মোঃ (সাইমন ৫) নামের একটি শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে, সেন্টু চৌধুরী দম্পতি জিনদপুর ইউনিয়ন এর জিনদপুরে শুভা মাস্টার এর বাড়িতে ভাড়া থাকতেন,
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কাল বিকেলে বাড়ির বাইরে খেলতে যায় শিশু সাইমন, বেশ কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার পরিবারের সদস্যরা এর পর বিভিন্ন যায়গায় মাইকিং করে ও কোন খোঁজ পাইনি তারা, পরে আজ সকালে পাশের একটি পুকুরে একটি জুতা বাসতে দেখে পুকুরে নেমে খোঁজ করে তার মর দেহ উদ্ধার করা হয়।
শিশু সাইমনের মৃত্যু তে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে,, এ সময় কান্না রত অবস্থায় বিলাপ করেছেন শিশু সাইমনের মা তিনি বলেন বিয়ের ১৪ বছর পর শিশু সাইমন তাদের ঘর আলো করে এসেছে আজ আবার আমার ঘর অন্ধকার হয়ে গেছে আমি কিভাবে থাকবো আমার বাবা কে ছাড়া বলে বার বার মূর্ছা যাচ্ছেন,, সেন্টু চৌধুরী দম্পতির এক মাত্র সন্তান ছিলো সাইমন বলে জানান পরিবারের সদস্যরা,
শিশু সাইমন কে তার নিজ বাড়ি ইব্রাহিম পুর ইউনিয়ন এর জাফর পুর গ্রামে নিয়ে যাওয়া হয় এবং সেখানে জানাজা শেষ করে দাফন করা হবে বলে জানান আত্মীয় স্বজনরা।