আজ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
বিশেষ সংবাদদাতা:
কোন একদিন হুট করে যাবো বহুদূরে রয়ে যাবে স্মৃতির প্রতিটি পাতায়। ধূলো মাখা অগোছালো সেই বারান্দায় হৃদয়ে রাখা অব্যক্ত কথার স্তুপ। অনেক কিছু চাওয়া-পাওয়ার মধ্যখানে অবহেলার প্রাপ্তি ছিলো বেশি। অভিযোগের পাহাড় মন গৃহে দাপন করে মুখে রাখি নিরন্তর মুচকি হাসি। সবার যত আবদার ছিলো আমার কাছে বিনিময়ে পেতাম শুধু অনাদর। হতাশার গ্লানি বুকে বয়ে পাড়ি দি সাগর ভুবন মাঝে বিলি করে আদর। সবার জন্য ক্ষয় করি ভালোবাসার খনি উপেক্ষায় শুকিয়ে যায় সরোবর। দরকারে প্রিয়জন হয়ে উঠি কত স্বজনের বেলা শেষে শুধু তাদের প্রয়োজন। ফুলেল সুবাস ছড়িয়ে, সবারই দ্বারে দ্বারে কাঁটায় ক্ষত বিক্ষত হয় আরুজ। দুঃখের অগ্নিতাপ সয়ে মরুভূমিতে বাস
মানব মাঝে দান করি সুখ সবুজ।
মন যা গ্রহণ করেছে, আপন অঙ্গিকারে পার্থিব সবিই শূন্য পরে রবে কুঠিরে। ত্যাগের মহিমায় উদ্বেলিত হত যে মস্তক আল্লাহ ডাকে পাড়ি জমালো চিরতরে।