আজ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ৬ নং ওয়ার্ডে অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে নিজ অর্থায়নে দেড় হাজার কম্বল বিতরণ করেন ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র শহিদুল ইসলাম।
সোমবার বিকাল সাড়ে ৪টায় শেষ করে,গত সাত দিন ধরে ৬নং ওয়ার্ডের প্রতিটি বাড়ী বাড়ী গিয়ে রাতের আধারে শীতার্ত পরিবারের অজার্ন্তে ঘুমিয়ে থাকা শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করেন প্যানেল মেয়র শহিদুল ইসলাম।শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে দেড় হাজার কম্বল বিতরণ করা হয়।
এ কম্বল বিতরণ করায় ব্যাপক প্রশংসিত হয়েছেন বলে স্থানীয় সাধারণ মানুষ জানান। এ সময় স্থানীয় সাধরন জনগণ উপস্থিত ছিলেন।
গোদাগাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র শহিদুল ইসলাম বলেন,আল্লাহতায়ালা আমাকে জনগণের সেবা করার সুযোগ দিয়েছেন। তাই যতদিন বেচে থাকবো জনগণের সেবা করে যাবো। সেই সাথে ৬নং ওয়ার্ড কে মাদক,বাল্য বিবাহ ও সন্ত্রাস মুক্ত ওয়ার্ড গড়ে তোলা হবে বলে জানান।