আজ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মুসা ইবনে হোসাইন বিপ্লব, কক্সবাজারঃ-
দেশের বরেণ্য আলেমেদ্বীন চকরিয়ার খুটাখালীর আধ্যাত্মিক সাধক পীরে কামেল রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিক্বত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আবদুল হাই (রহঃ) স্মরণে দুই দিনব্যাপী ৫ম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল গতকাল রোববার (২২ জানুয়ারি) খুটাখালী হাইস্কুল মাঠে দুপুর দুইটা থেকে শুরু হয়েছে।
শাহ আবদুল হাই (রহঃ) ফাউন্ডেশনের চেয়ারম্যান ও খুটাখালী দারুল হুফফাজ এতিমখানার মহাপরিচালক আলহাজ্ব মাওলানা এস.এম আনোয়ার হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে দুই দিনব্যাপী ইছালে ছওয়াব মাহফিলের প্রথমদিন অধিবেশনভিত্তিক সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা ওমর হামজা, মাওলানা রাহামত সালাম, মাওলানা আবদু শুক্কুর ও মাওলানা আব্দুল মাবুদ।
প্রথমদিন বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা হাফেজ বশির আহমদ, মাওলানা হাফেজ বেলাল উদ্দিন, মাওলানা আবুল ফজল, মাওলানা জসিম উদ্দিন হেলালী, মাওলানা এহসানুল হক, মাওলানা কুতুব উদ্দিন হেলালী, মাওলানা মনছুর আলম জমিরী, মাওলানা আব্দুর রহমান আযাদ ও মাওলানা নুরুল আবছার হেলালী। মাহফিলে পীর সাহেব খুটাখালীর অসংখ্য মুরিদ, ভক্ত ও অনুরাগীসহ সর্বস্তরের আশেকানদের জমায়েত হয়।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা বশির আহমদ। মুনাজাত শেষে আয়োজক কমিটির ব্যবস্থাপনায় উপস্থিত সকলের মাঝে রাতের খাবার তাবারুক বিতরণ করা হয়।
এদিকে আজ সোমবার (২৩ জানুয়ারি) মাহফিলের সমাপনী দিবস। এতে অধিবেশনভিত্তিক দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ আলোচনা পেশ করবেন। এইদিন রাতভর জিকির মাহফিল শেষে মঙ্গলবার বাদ ফজর আখেরি মুনাজাতের মাধ্যমে দুই দিনব্যাপী পীরে কামেল হাফেজ আবদুল হাই (রহঃ) স্মরণ পঞ্চম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিলের সমাপ্ত হবে।