আজ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইব্রাহিমপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক সৌদি প্রবাসী মোহাম্মদ শেখ সাদীর অর্থায়নে ৬ লক্ষ টাকা ব্যয়ে সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল মাদ্রাসার নব-সজ্জিত শিক্ষক মিলনায়তন উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হযরত শাহ সুফি সৈয়দ ফয়েজী মোহাম্মদী আহাম্মদ উল্লাহ।
সোমবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোছা। আরো বক্তব্য রাখেন, মাদ্রাসার গভর্নিং বডির সহ- সভাপতি মাজহারুল হক খোকন, উপাধ্যক্ষ শেখ মোঃ আবুল খায়ের, সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহীম খলিল, সমাজসেবক শহিদুল ইসলাম সবুজ, মাওলানা আবুল হোসেন প্রমুখ।
মিলাদ পাঠ করেন মাওলানা আইয়ুবুর রহমান ও দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
এসময় মাদ্রাসার গভর্নিং বডির সদস্যবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।