আজ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
নওগাঁর মহাদেবপুরে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত!
মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর মহাদেবপুরে “ওয়েভ ফাউন্ডেশন” এর সহযোগীতায় জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
গত শনিবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার মহাদেবপুর প্রতিবন্ধী বিদ্যালয় এর আয়োজন করে। দিবসের শুরুতেই বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী, পেশাজীবী, সাংবাদিক, রাজনীতিবিদ, ডাক্তার, সরকারি কর্মকর্তাসহ অভিভাবক গণের সমন্বয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে মহাদেবপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ডাঃ জোনায়েদ এর সভাপতিত্বে এবং উল্লেখিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলম এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান, ওয়েভ ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী মানুয়েল টুডু, ওয়েভ ফাউন্ডেশন মহাদেবপুর উপজেলা এ্যডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি সাংবাদিক লিয়াকত আলী বাবলু, সহ-সভাপতি সীমা মজুমদার ও উজ্জ্বল কুমার মন্ডল, সাধারণ সম্পাদক শংকর রবিদাস, বিলাস মন্ডল, কাজলী , পাপন কুমার, দূর্জয়, তহমীনা খাতুন এবং রংকনারাণী প্রমূখ ।
মাহবুবুজ্জামান সেতু, মোবাইল নং ০১৭১০-১৩৭৭৮২