আজ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
হেলেনা আক্তার স্টাফ রিপোর্টার
গাজীপুরের টঙ্গীতে অস্ত্রসহ ৮ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত দেড়টায় মাছিমপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর এলাকার নাজিম উদ্দিনের ছেলে নিশান (২৬), বৌবাজার এলাকার হারুন অর-রশীদের ছেলে কাউছার (১৯), জামাই বাজার এলাকার মৃত শাহ আলমের ছেলে সায়েম (২০), পূর্ব আরিচপুর এলাকার মৃত আব্দুস সালামের ছেলে তুহেল মিয়া (২৩), একই এলাকার বাছির খানের ছেলে তালহা (১৯), ময়মনসিংহের গফরগাঁও উপজেলাধীন পাগলা থানা এলাকার হালিমাবাদ গ্রামের রুস্তমের ছেলে মোমিন (২৮), জামালপুরের ইসলামপুর উপজেলার নাপিতের চর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আকাশ (২১) ও একই গ্রামের ফুলু মিয়া বোল্লার ছেলে কালু (২১)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর এলাকায় পুলিশ রাত্রিকালীন দায়িত্ব পালন করছিল। এসময় মহাসড়কের ওপর আড্ডা দিচ্ছিল কয়েকজন। তাদের জিজ্ঞাসাবাদ করলে কথাবার্তা সন্দেহজনক হলে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে একটি রামদা ও পাঁচটি ছুরি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, তারা দীর্ঘদিন ধরে টঙ্গীর স্টেশন রোড, নতুন বাজার এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অপেক্ষামান পথচারী ও যাত্রীদের কাছ থেকে মালামাল ছিনিয়ে নিতো বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা করে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।