আজ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আমার নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি
বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল দশটার সময় চেকপোস্ট প্যাছেঞ্জার টার্মিনালের সামনে থেকে ৯২৬০০০ হাজার ভারতীয় রুপি সহ এম এ হান্নান ভূঁইয়া (৪৪)নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে।সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বাজানকারা গ্রামের এম এ কাদের ভূইয়ার ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আহমেদ হাসান জামিল,বিজিবিএমএস, জি+জানান,বেনাপোল আইসিপিতে কর্মরত হাবিলদার মোঃ তোতা মিয়ার নেতৃত্বে একটি বিশেষ চোরাচালান বিরোধী তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মেইন পিলার ১৮/৮-এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেনাপোল পোর্ট থানাধীন প্যাসেঞ্জার টার্মিনালের সামনে ভারত হতে আগত সন্দেহভাজন একজন পাসপোর্টধারী যাত্রীর ব্যাগ তল্লাশি কালে তার ব্যাগের মধ্যে হতে ৯,২৬,০০০ হাজার ভারতীয় রুপি ও ২ টি মোবাইল সহ তাকে আটক করা হয়।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে উক্ত ভারতীয় রুপি সে অবৈধভাবে বহন করছিল বলে বিজিবির কাছে স্বীকার করেন।জব্দকৃত ভারতীয় রুপি ও মোবাইলের সিজার মূল্য ১২,২৭,৫০০। (বারো লক্ষ সাতাশ হাজার পাঁচশত) টাকা৷আটককৃত ভারতীয় রুপিসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মোবাইল ০১৭১২৯৪৭৮৭১