আজ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
ভোলা প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ২নং ওয়ার্ড কচুয়াখালী সালাম হাওলাদার বাড়ির বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান হাওলাদারের জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে একই বাড়ির আলমগীর গংদের বিরুদ্ধে।
এ বিষয়ে মুক্তিযোদ্ধা আঃ মান্নান হাওলাদারের স্ত্রী মনোয়ারা বেগম অভিযোগ করে বলেন, ২০০২ সালে আমার স্বামী আমাকে আমার পার্শ্ববর্তী প্রতিবেশী আবদুর রব হাওলাদারের কাছ থেকে ৬ শতাংশ জমি দলিল করে দেন। যাহার দলিল নং-৪১৪৪ তারিখ- ২৯/৬/২০০২ই, এরপর থেকে ওই জমি আমরা ভোগ দখলে থাকলেও কিছুদিন পূর্বে একই বাড়ির আলমগীর গংরা আরেকটি দলিল বের করেন। এ বিষয়ে একাধিকবার স্থানীভাবে মিমাংসা করার চেষ্টা করলেও ব্যর্থ হই। পরবর্তীতে আমরা থানার আশ্রয় নেই, সেখান থেকে স্থানীয় সালিশ সালাম হাওলাদার এর মাধ্যমে গন্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশির ব্যবস্থা করে দেন।
তবে আলমগীর গংরা বেপরোয়া কোন সালিশ ব্যবস্থাই মানছেন না তারা। আমাদের জমিতে তারা রাতের আঁধারে ঘর উত্তোলনের জন্য ইট, বালু, খোয়া নিয়ে আসেন এবং আমাদের অনেকগুলো গাছ কর্তন করে ফেলে আলমগীর গংরা।
আমি তাদেরকে বারণ করলে তারা আমার ও আমার ছেলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতে থাকে। তবে আলমগীর গংরা যে দলিল করেছে সেই দলিলে আমাদের ভোগ দখলীয় জমি ধরে না, তারপরেও তারা কিছুতেই এ জমি ছাড়ছেন না। আমার দলিল অনুযায়ী আমি প্রশাসনের কাছে এর সঠিক বিচারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে অভিযুক্ত আলমগীর গংরা বলেন, আমরা এই জমি দীর্ঘদিন ধরে ভোগ করে আসছি, এরপরে আমরা একই মালিকের কাছ থেকে জমি দলিল নেই, এখন দেখি এই জমি দলিলে ধরছেনা। কিন্তু তখন বলেছে এই জমির দলিলে দিবে, তাই এই জমির দলিল আমরা করি।