আজ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি,
আন্তঃজেলা মাদক চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে নড়াইল ডিবি পুলিশ। ১৫ ফেব্রুয়ারি (বুধবার) অপরাহ্ণে ওসি ডিবি’র তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি চৌকস টিম নড়াইল সদর উপজেলার দূর্গাপুর এলাকা থেকে তাদের আটক করে।
এ সময় কক্সবাজার জেলার টেকনাফ থানা এলাকার বাসিন্দা ফারুক হোসেন(১৯) নামের যুবকের নিকট থেকে ৩১০ পিস এবং কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের জিয়াউর রহমান(৩২) এর নিকট হতে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ।
পৃথক অপর একটি অভিযানে চুয়াডাঙ্গা জেলা থেকে চুরি হওয়া ০২(দুই) টি চোরাই মোটরসাইকেল লোহাগড়া উপজেলার লাহুড়িয়া এলাকা হতে উদ্ধার করেছে ডিবি পুলিশ।
নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।