আজ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
বটিয়াঘাটা প্রতিনিধি ঃ
বটিয়াঘাটার জলমা ইউনিয়নের শান্তিনগর এলাকায় রাঙ্গেমারী মৌজাস্থ জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষের কমপক্ষে ৫-৬ জন গুরুতর রক্তাক্ত জখম হয়েছে । ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকাল ৯ টায় স্থানীয় শান্তিনগর এলাকায় । উভয় পক্ষের গুরুত্বর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায় ।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জলমা ইউনিয়নের সাচিবুনিয়া এলাকার মৃত মনিন্দ্রনাথ বিশ্বাসের পুত্র বিধান বিশ্বাস তার লোকজন নিয়ে পৈত্রিক ওয়ারেশ সূত্রে প্রাপ্ত রাঙ্গেমারী মৌজাস্থ জমি-জমাতে ঘর নির্মাণ করছিল । কিন্তু হঠাৎ করে শান্তিনগর এলাকায় মোঃ আব্দুর করিম শেখের পুত্র ভূমি সন্ত্রাসী লিয়াকত হোসেন সহ বাহিনীর সদস্যরা বিধানের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় বিধানের সাথে থাকা মোঃ ইসমাইল, মোঃ মামুন, মোঃ আসাদ সহ ৫ জন গুরুতর আহত হয় ।ওই সময় লিয়াকত হোসেন ও তার বাহিনী মিলে মটরবাইকে আগুন ধরিয়ে দেয় এবং ঘরে ভাংচুর চালায় । এসময় প্রতিপক্ষের হামলায় লিয়াকত বাহিনীর প্রধান লিয়াকত ও মারাত্মক রক্তাক্ত জখম হয়েছে । উভয় পক্ষের কমপক্ষে ৫-৬ জন গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । এব্যাপারে জমির প্রকৃত মালিক বিধান বিশ্বাস কাছে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার পৈত্রিক ওয়ারেশ সূত্রে প্রাপ্ত রাঙ্গেমারী মৌজাস্থ জমি-জমাতে থানা পুলিশ ও আদালত মারফত এবং ভোগ দখলীয় জমিতে জোর পূর্বক কবরস্থান ও ঈমারত তৈরি করে দখলের অপচেষ্টা চালাচ্ছে । আমি আমার জমিতে ঘর নির্মাণ করতে গেলে লিয়াকত হোসেন ও তার বাহিনী মিলে হামলা চালিয়ে যান মালের ক্ষতি করে ।এখন উল্টো মিথ্যা দায় আমার ঘাড়ে চাপানোর চেষ্টা করেছে । এবিষয়ে বিধান বাবু বাদি হয়ে ৫ জনের নামে থানায় একটি অভিযোগ দায়ের করেন।