আজ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ হানিফ উদ্দিন সাকিব ,
হাতিয়া উপজেলা প্রতিনিধি ,
নোয়াখালীর হাতিয়ায় জায়গা জমিনের বিরোধের জের ধরে মা মেয়েকে পিলারের সঙ্গে বেঁধে নির্যাতন করে টিকটক করে সামাজিক যোগাযোগ মাধ্যামে ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে হাতিয়া থানায় এই ঘটনার একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এর আগে গত (৯ ফেব্রুয়ারী) উপজেলা
০৯নং বুড়িরচর ইউনিয়নের ০৫নং ওয়ার্ড রেহানিয়া গ্রামে এই ঘটনা ঘটে .।ভুক্তভোগী নারী রেহানিয়া গ্রামের মোঃ ইদ্রিসের স্ত্রী ঝুমুর আক্তার (৪০) ও তার মেয়ে কুসুম আক্তার (১৬) ভূক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়,গত (৯ ফেব্রুয়ারী) জায়গা জমিনের বিরোধের জের ধরে একই বাড়ির, মোঃ জহির উদ্দিনোর ছেলে, মোঃ জিল্লুর রহমান (২০) সহ আরো অজ্ঞাত নামা ০২/০৩ জন সহ, একই বাড়ির ঝুমুর আক্তার (৪০) ও তার মেয়ে কুসুম আক্তার (১৬)
মা-মেয়েকে পিলারের সঙ্গে রশি দিয়া বেঁধে রাখে রেখে মারধর করে। এসময় জিল্লু এনড্রয়েড মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারন করে। এবং পরে তা স্যোসাল মিডিয়া (MD JILLUR RAHMAN.505) এই টিকটক আইডিতে থেকে তাদেরকে চোর হিসেবে ভিন্ন ভাবে উপস্থাপন করে ভাইরাল করে দেয়।
এই বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)
মোহাম্মদ কায়সার খসরু। তিনি বলেন ভূক্তভুগী নারী বুধবার দুপুরে এই বিষয়ে আমার কাছে মৌখিক ভাবে অভিযোগ করেন। তাৎক্ষণিক ভুক্তভোগী অভিযোগের
ভিত্তিতে হাতিয়া থানার (ওসি) মোহাম্মদ আমির হোসেনকে উক্ত বিষয়ে আইনগত ব্যাবস্থা নেওয়ার জন্য বলেছি।হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আমির হোসেন বলেন,অভিযোগ পেয়েছি,
এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।