আজ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃতারিকুল ইসলাম
মুন্সীগঞ্জ শ্রীনগরে উপজেলায় ভাগ্যকুল ইউনিয়নের পদ্মা নদীর পাড় থেকে শুরু করে ভাগ্যকুল ইউনিয়নের মাঠপাড়া গ্রাম,বালাশুর গ্রাম, উত্তর কামারগাও ঘোষবাড়ির সামনে ড্রেজারের লোহার , পাইপের লাইন বিচ্ছিন্ন করা হয়েছে ও ভাগ্যকূল ইউনিয়নে বিভিন্ন স্পটে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ ড্রেজার উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ফেব্রুয়ারী )সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষি জমি ভরাট, জনচলাচলের সরকারি রাস্তা বোরিং করে ডেজারের পাইপ সংযোগ, জলাশয় ভরাট করা হচ্ছে এমন অবৈধ ড্রেজার উচ্ছেদ করা হয়েছে। অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলন, সরকারী রাস্তা অবৈধভাবে নষ্ট করে/ছিদ্র করে পাইপ টেনে চলাচল ব্যহত করা ও মাছ চাষের জমি/জলাশয় ভরাট করা ও কৃষি জমি ভরাট করার চেষ্টা করায় ড্রেজারের সকল সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু বকর সিদ্দিক জানান
মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ ড্রেজার গুলো উচ্ছেদ করার সময় কাউকে কাছে না পাওয়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয় নাই।উপজেলার ফসলি জমি, জলাশয় এবং সরকারি স্থাপনা রক্ষার্থে উপজেলা প্রশাসন এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখবে