আজ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মাগুরা জেলা প্রতিনিধি,
মাদকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশ সুপারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে মহম্মদপুর থানা,মাগুরার এসআই (নিঃ)/ মোঃজান্নাতুল ফেরদৌস এর নেতৃত্বে একটি চৌকস টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর থানাধীন নহাটা ইউনিয়নের খলিশাখালী এলাকা হতে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে ৩০০ (তিনশত) গ্রাম গাঁজা সহ ধৃত আসামী ১। মোঃ আনিছুর রহমান (৩০),পিতা- নফোর মোল্লা সাং-লাহুড়িয়া পচাশিপাড়া, থানা-লোহাগড়া,জেলা-নড়াইলকে গ্রেফতার করা হয়।
এবং মহম্মদপুর থানা,এসআই (নিঃ)/সুকুমার কুন্ডু নেতৃত্বে একটি চৌকস টিম কর্তৃক অপর একটি অভিযানে মহম্মদপুর থানাধীন কানুটিয়া গ্রামস্থ বাজার এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে ধৃত আসামী ১। মোঃ নিপুল সরদার (৩০), পিং মোঃ গনি সরদার, ২। মোঃ সুজন সরদার (২৮), পিং-মোঃ মতিয়ার রহমান, ৩। মোঃ নিজাম সরদার (৩৫), পিং-মোঃ দলিল উদ্দিন সরদার, সর্ব সাং-ওমেদপুর, ৪। মোঃ আফতাব বিশ্বাস (৪৫), পিং-মোঃ মাজেদ বিশ্বাস, সাং-চাপাতলা, সর্ব থানা-মহম্মদপুর, জেলা-মাগুরাকে। ০৪ (চার) টি ইজি বাইকের চোরাই ব্যাটারী সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মহম্মদপুর থানায় পৃথক ০২ টি মামলা রুজু করা হয়।