আজ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী রেলগেট কসাইপাড়ায় এলাকায় হানিফ বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত ও ১ জন আহত।
আজ শুক্রবার আনুমানিক ৩ টার দিকে রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রেলগেট কসাইপাড়ায় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা মোটরসাইকেলটি গোদাগাড়ীর দিকে যাচ্ছিলো ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা হানিফ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সাদিকুল নামের একজন ব্যক্তি নিহত হয়।নিহত ব্যক্তিরা হলেন তানোর উপজেলার চান্দুড়িয়া ইউপির সাদিকুল ইসলাম(৩৫) ও রাজ্জাক(৪০)।
মোটরসাইকেলে থাকা অপর দুজন একজনকে প্রেমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপরজনকে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার সময় মারা যায়।
গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ কামরুল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্রই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায় ঘটনাস্থলে একজন মারা যায় ও মোটরসাইকেল থাকা ব্যক্তিদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।