আজ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সাতকানিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদ্যাপন!
মোহাম্মদ গিয়াস উদ্দিন
সাতকানিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২২ উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় সাতকানিয়া মহিলা বিষয়ক অধিদপ্তর এর উদ্যোগে ও সাতকানিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় জয়িতাদের সংবর্ধনার আয়োজন করা হয়। ৯ডিসেম্বর শুক্রবার সকাল ১১টায় সহকারী প্রোগ্রামার আনোয়ার হোসেনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে সম্বধনা অনুষ্টানে উদ্বোধনী বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা মৌসুমী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনজুমন আরা বেগম, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মিজানুর রহমান ফয়সাল, তথ্য আপা কর্মকর্তা আয়শা খাতুন, মহিলা বিষয়ক অধিদপ্তর এর বিউটিফিকেশন প্রশিক্ষিকা জন্নাতুল ফেরদৌস সুখি, অফিস সহায়ক মো: বিল্লাল হোসেন ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্তকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে চরতির জমিলা খাতুন, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে কাঞ্চনার পূজা পাল, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে সাতকানিয়া পৌরসভার দিলনাজ বেগম, সফল জননী ক্যাটাগরিতে ছদাহার শাহেদা ইয়াছমিন-কে সর্বমোট চার ক্যাটাগরিতে নির্বাচিত মহিলাদের সম্মাননা ক্রেস্ট, সনদ প্রদান করা হয়।