আজ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
বগুড়া ধুনটে এমপির কাছে এক মহিলা সদস্যের খোলা চিঠি।।
এস এম ফজলে রাববী শুভ, ধুনট,বগুড়া।।
বগুড়া ধুনটের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অালহাজ্ব হাবিবর রহমান এমপি মহোদয় বরাবর খোলা চিঠি লিখেছেন সদর ইউনিয়ন পরিষদের এক মহিলা সদস্য দিতি অাক্তার।।তিনি তার ফেসবুক অাইডি থেকে একটি খোলা চিঠি লিখেছেন এমপি মহোদয়ের বরাবর,
তিনি যা লিখেছেন তা হুবহু তুলে ধরা হলো।
মাননীয় এম পি মহোদয়,
আপনার কাছে আকুল আবেদন ধুনট শহর সংলগ্ন, ধুনট ডিগ্রি কলেজের উত্তর পাশে রত্নী পাড়া থেকে নলডাঙ্গা বাজার ও রত্নীপাড়ার পাকুড়িহাটার ভিতর মেঠো পথটার দিকে একটু নজর দিন,একটা ভ্যান তো দুরের কথা একটা মোটরসাইকেল নিয়ে যেতেও খুব কষ্ট হয় স্যার প্রায়ই দুরঘটনার শিকার হতে হয় স্যার আপনার অপেক্ষায় ১৩ টি বছর চাতক পাখির মত চেয়ে থেকেছে আমার গ্রামবাসী রাস্তাটা আর পাকা হলো না, আপনার ( ১ ) বছর সময়ের মধ্যে যদি পাকা না হয় তাহলে আর কোনদিন হবে কিনা তাও জানিনা,আমি ছোট মানুষ আপনাকে অনুরোধ কাকুতি মিনতি করে বলছি আমাদের এই রাস্তাটা করে দিন, রাস্তা হলে আপনাকে চিরকাল দোয়া করবে আমার গ্রামে সকল অসহায় মানুষ। আমি ছোট মানুষ আমার কথায় যদি কোন ভুল তৃটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ইতি,
মোছাঃ দিতি আক্তার
সংরক্ষিত মহিলা মেম্বার
ধুনট সদর ইউ পি ১ ২ ও ৩ নং ওয়ার্ড।।