আজ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
গুণীজন ও A+ প্রাপ্তদের নিয়ে তাৎক্ষনিকভাবে সংবর্ধনার আয়োজন করে মোস্তফা বেগম গার্লস স্কুল এন্ড কলেজ!
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মোস্তফা বেগম গার্লস স্কুল এন্ড কলেজের আয়োজনে গুণীজন ও এস.এস.সি পরিক্ষায় A+ প্রাপ্ত
মেধাবীদের কে সংবর্ধনা দিল।
সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে বিদ্যালয় মাঠে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোস্তফা বেগম গার্লস হাই স্কুল এন্ড কলেজসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও মোস্তফা গ্রুপ অফ ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব শফিক উদ্দিন।
এ সময় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ উল্যাহ, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহজাহান, থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলাম।
শিক্ষাবিদ মুহাম্মদ নুরুল আমিন ও টুটুলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হক, মুক্তিযোদ্ধা রফিক দিদার, দক্ষিণ সাতকানিয়া গোলাম বারি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মুুহাম্মদ আবু বক্বর, পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন,এম.এইচ নুরুল আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সবুর, শিক্ষাবিদ মাহমুদুর রহমান, শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী,অধ্যাপক আহমদ কবির, অধ্যাপক গোলাম রসুল, মাস্টার এসকে শামসুল আলম, ক্রীড়া শিক্ষক মুহাম্মদ আলমগীর, সমাজসেবক নাজমুল হক সহ আরো অনেকেই।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে সংবর্ধিত অতিথিদের সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করা হয়। ওই সময় গুণীজন সংবর্ধিত উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের পক্ষে সম্মাননা স্বারক গ্রহণ করেন শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী। এছাড়াও একই সাথে A+ প্রাপ্ত ৩৩জন শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্বারক প্রদান করা হয়।