আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:- চট্টগ্রামের পটিয়ায় নানান আয়োজনে মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে (১৭মার্চ শুক্রবার) বিকেলে দলীয় কার্য়লয়ে জাতীয় শ্রমিকলীগ পটিয়া পৌরসভা শাখার নেতৃবৃন্দ কেক কেটে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন করা হয়। পরে পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিকলীগ সভাপতি শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোজাম্মল হক মাজুর পরিচালনা এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হাসান বাবু, প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ নবী টিপু।
বক্তব্য রাখেন পৌর শ্রমিকলীগ সহ সভাপতি শহিদুল ইসলাম, জিল্লুর রহমান, শাহ আলম, সাইফুল ইসলাম, মো: গুরা মিয়া, মোজাহের, আবদুল মন্নান, মো: হেলাল, মো: সেলিম সহ পৌরসভার ৯টি ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, জাতি জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জন্ম হয়ছিল বলে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, বাঙালি জাতি কৃতজ্ঞতা সাথে স্বরণ করবে এ মহান নেতা কে।