আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
রোজী সিদ্দিকী যুগের সাথে তাল মেলাতে বাজারে উঠেছে নানা পণ্য, মোবাইল ফোন তেমনি এক যাদুকরী যন্ত্র। শিশু, কিশোর, জোয়ান, বৃদ্ধ সবার হাতে মোবাইল। মোবাইল ছাড়া পথ চলা যেন, বড়ই এখন কঠিন। মোবাইল ফোন নিয়ে কিশোর কিশোরী খেলছে নানা গেম,, গেমের মধ্যে ডুবে গিয়ে তারা করছে পরীক্ষা তে ফেল। ছোট্ট শিশুটিখেতে চাই না ভাত, মোবাইল ফোন না হলে, মোবাইল দেখে বৃদ্ধ দাদু নামাজ যাচ্ছে ভুলে। মোবাইল ফোন না হলে কিশোরী মেয়েটা যাবে না কলেজেতে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বাধ্য হয়ে বাবা তাই দিচ্ছে, মোবাইল ফোন হাতে তুলে। মোবাইলে আসক্ত হয়ে সমাজে বাড়ছে নানা অপকর্ম। যুব সমাজ ধ্বংস হচ্ছে এই তো দেশের চিত্র।