আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
না ফেরার দেশে চলে গেছে
একে একে বন্ধু কত জন,
আরও গেছে কাছের মানুষ
ভাই বোন ও স্বজন। মারা গেলে যায় না ফেরা এই না দুনিয়ায় , সময় থাকতে ভালো কাজ করে যেতে হয়। ভাই বোনে মারামারি জায়গা জমি নিয়ে,,,,,,,,,,, ফিরে যেতে হবে আপন বাড়ি তিন হাত জায়গা নিয়ে। অর্থ, সম্পদ,বাড়ি,গাড়ি, যাবে না কিছুই সাথে ! সাদা কাপড় জড়িয়ে গায়ে
ফিরবে খালি হাতে।