আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করার নিন্মিত্তে পদত্যাগ পত্র জমা দিয়েছেন।রবিবার (৩০ অক্টোবর) সকালে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার বিকালে এস এম আল মামুন উপজেলা পরিষদ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে পদত্যাগের ঘোষণা দেন। তিনি টানা দুইবার উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।