আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
জমির উদ্দিন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম-১৫ আসনের নৌকা প্রতীকের মনোনয়নপ্রাপ্ত প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী মোটর শোভাযাত্রা সহকারে ২৭ নভেম্বর দুপুরে চট্টগ্রাম শহর থেকে এসে উক্ত আসনের একাংশ লোহাগাড়ায় প্রবেশ করে হাত নেড়ে অপেক্ষয়মান বিপুল সংখ্যক উৎসুক ভক্ত ও সমর্থকদেরকে শুভেচ্ছা জানান এবং একই সময় ভক্ত ও সমর্থকেরা তাঁদের পছন্দের প্রার্থী নদভী’কে ও আনন্দ-উল্লাস সহকারে বরণ করে নেন।
তাঁদের প্রিয় নেতা ড. নদভী’কে বরণ করে নিতে উপজেলা সদর বটতলী মোটর ষ্টেশনে অপেক্ষয়মান বিপুল সংখ্যক ভক্ত ও সমর্থকদের মাঝে আনন্দ-উল্লাসের জোয়ার বইতে থাকে। তাঁর মোটর শোভাযাত্রায় লোহাগাড়া থেকে অসংখ্য নেতা-কর্মী,ভক্ত ও জনপ্রতিনিধি অংশ গ্রহণ করেন।
বটতলী মোটর ষ্টেশনে প্রবেশ করলে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ ইদ্রসি, প্রচার-প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ নুরুচ্ছফা চৌধুরী, সহ সভাপতি শ্রী নিবাস দাশ সাগর,উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ জহির উদ্দীন, কলাউজান ইউপি চেয়ারম্যান এম.এ.ওয়াহেদ,আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এস.এম ইউনুচ, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক যুবলীগের সিনিয়র সদস্য বাদশা খালেদ, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, সাবেক ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ সাজ্জাদ হোসেন মিনহাজ, মিজানুর রহমান,উপজেলা ছাত্রলীগের সভাপতি এ.কে.এম আসিফুর রহমান প্রমুখ। নৌকা প্রতীকে মনোনয়নপ্রাপ্ত প্রফেসর ড. নদভী চুনতির হয়রত শাহ সাহেব কেবলার মাজার ও তাঁর পিতা ও প্রয়াত প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নাল আবেদীন বাচ্চুর কবর জিয়ারত করে লোহাগাড়ার চুনতি ও বড়হাতিয়া হয়ে সাতকানিয়া উপজেলায় প্রবেশ করেন। তাঁকে অভিনন্দন জানার জন্য উৎসুক জনতার ঢল নামে বিভিন্ন এলাকার সড়কের পাশের ও জনপদের বিভিন্ন প্রান্তে।