আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি” পাইকগাছা পৌরসভার উপক‚লীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্পের ফোকাস গ্রæপ ডিসকাশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনভর পৌরসভার ১, ২, ৩, ৪, ৮ ও ৯ নং ওয়ার্ডের প্রকল্প সংশ্লিষ্ট এলাকায় এ মিটিং অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, উপক‚লীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্পের আওতায় এডিবি থেকে অত্র পৌরসভায় ১২০ কোটি টাকা বরাদ্দ হয়। অত্র বরাদ্দ থেকে প্রথম প্যাকেজে প্রায় ১৩ কোটি টাকার ৮টি আরসিসি, ইউনিবøক ও বিটুমিনাস কার্পেটিং রাস্তা নির্মাণ কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
চলমান এসব উন্নয়ন প্রকল্প সাধারণ মানুষের কতটা প্রয়োজনীয়তা এবং নির্মাণ কাজে কোন প্রতিবন্ধকতা আছে কি না এসব যাচাইয়ের লক্ষে প্রতিটি উন্নয়ন প্রকল্প এলাকায় ফোকাস গ্রæপ ডিসকাশন মিটিং করে জনমতামত নেওয়া হয়। এসব মিটিংএ এডিবি’র সেভগার্ড বিষয়ক পরামর্শক হিসেবে উপস্থিত ছিলেন, অমর কৃষ্ণ বৈদ্য।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, নির্বাহী প্রকৌশলী নূর আহম্মদ, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ, আসমা আহম্মেদ, অহেদ আলী গাজী, আব্দুল গফফার মোড়ল, ইমরান সরদার, ইমদাদুল হক, আলাউদ্দীন গাজী, উপ-সহকারী প্রকৌশলী লিটু শেখ ও সাংবাদিক মোঃ আব্দুল আজিজ প্রমুখ।